→ কিভাবে পরীক্ষার রুটিন বের করবেন?
পরীক্ষার রুটিন বের করার জন্য আমাদেরকে স্টুডেন্ট পোর্টালে লগিন করতে হবে। এজন্য প্রথমে আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইটে যেতে হবে।
তারপর Student Login
এবার এখানে আপনার স্টুডেন্ট আইডি দিয়ে সাবমিট দিতে হবে।
এখানে ইউজারনেম হিসেবে (স্টুডেন্ট আইডি) এবং পাসওয়ার্ড হিসেবে ফোন নাম্বার দিতে হবে। [অবশ্যই নিজের ফোন নাম্বার, যেটা রেজিষ্ট্রেশন এর সময় দিয়েছিলেন।]
এবার Admit Card এ যেতে হবে।
এখান থেকে Mid অথবা Final এর রুটিন ডাউনলোড করা যাবে। ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।